বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

চৌগাছায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:পিতার কোদালের আঘাতে আহত যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনে মুদি দোকানে অবস্থানকালে তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। এ সময় দোকানে থাকা ক্রেতারা অন্যত্র চলে যেতে থাকলে বিষয়টি দেখে ক্ষিপ্ত হন তার পিতা রবিউল ইসলাম। রাগের বশবর্তী হয়ে তিনি কোদালের আছাড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় ছেলের মাথায় আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দিয়েছেন বলে জানিয়েছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।

আরো পড়ুন

সর্বশেষ