নিজস্ব প্রতিবেদক :যশোরের চৌগাছায় প্রধান শিক্ষকের হাতে ৫ম শ্রেণির শিার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণ হলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা।
গত ৪ এপ্রিল স্কুল চলাকালিন সময়ে চৌগাছা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বিদ্যালয়ের চামেলী শাখায় ইংরেজি বিষয়ে পাঠদানের সময় ক্লাসের সকল (রোজাদারসহ) শিশু শিক্ষার্থীকে লাঠি ও ডাস্টার দিয়ে মারপিট করেন। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এব্যাপারে পরদিন ৫ এপ্রিল ওই শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
৬ এপ্রিল উপজেলা শিক্ষঅফিসের তিনজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিছার আলী, হায়দার আলী এবং সাইফুল ইসলাম সরেজমিনে তদন্ত করেন। তদন্তে নাসির উদ্দিনের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হয়। একইসাথে তদন্ত কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, তদন্তে মারপিটসহ সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তদন্তে ওই প্রধান শিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এখনও ফাইলটি আমার কাছে আসেনি। তদন্ত প্রতিবেদন পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
তবে প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিক্ষার্থীদের মারপিটসহ তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই শিক্ষার্থীকে মারপিট করিনি। শুধু লাঠি ঘোরাতে গিয়ে একটু লেগেছিল।

