শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মেহগনি গাছ বিক্রির অভিযোগ

আরো খবর

বিশেষ প্রতিনিধি : যশোরের চৌগাছার স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ টি মেহগনি গাছ গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ফজলুর রহমানের বিরুদ্ধে। এতে সাধারণ অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী ব্যাপকভাবে ক্ষুদ্ধ। এলাকাবাসীর অভিযোগ প্রধান শিক্ষক গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছেন।

প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য শরিফুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে বহুতল বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবন নির্মাণের অজুহাতে প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে ১০ টি মেহগণি গাছ বিক্রি করেছেন। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকার বেশি। রাতের আধারে গাছগুলো কেটে স্থানান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক হাবিবুর রহমানের যোগসাশজে তারই আপন ভাই আব্দুল মজিদের কাছে গাছগুলো বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর দাবি, গাছের টাকা কোন আত্মসাৎ করা যাবে না। দ্রুতই গাছের যাবতীয় টাকা প্রতিষ্ঠানের সভাপতি ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

 

স্থানীয় বাসিন্দা মহি বিশ^াসের ছেলে জয়নুর রহমান জানান, প্রধান শিক্ষক নতুন বিল্ডিংয়ের অজুহাতে ১০ টি মেহগনি গাছ বিক্রি করেছেন। যেটা স্কুলসহ এলাকার কেউই জানেন। প্রতিষ্ঠানের সভাপতিও অবগত নন। গাছের টাকা স্কুল ফান্ডে জমা দেয়া না হলে এলাকাবাসীকে নিয়ে বিক্ষোভ হবে।
স্থানীয় বাসিন্দা মানিক গাজীর ছেলে আব্দুল মজিদ জানান, প্রধান শিক্ষক সবার চোখে ধুলা দিয়ে গাছগুলো গোপনে বিক্রি করেছেন। রাতের বেলায় স্থানান্তর করা হয়েছে। যেটা খুবই খারাপ হয়েছে। ফান্ডে টাকা জমা না দিলে কোন রকম ছাড় হবে না।

 

 

স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমানের ছেলে রানা আহমেদ জানান, প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে গাছ বিক্রি করতে পারেন না। অসৎ উদ্দেশ্যে নিয়ে তিনি এটা করেছেন। গ্রামবাসীকে সাথে তীব্র প্রতিবাদ জানানো হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, গাছ কাটা হয়েছে সঠিক। এর বেশি আমি কিছুই বলবো না।

 

প্রতিষ্ঠানের সভাপতি ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, গাছ কাটার বিষয়ে তাকেই কিছুই জানানো হয়নি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ