মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

চৌগাছায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা। ফলে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অবৈধ মাটি কাটার দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে জগদীশপুর ইউনিয়নের পুস্তিঘাটা মাঠে ফসলি জমির স্বাভাবিক উচ্চতার তুলনায় গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিরবতায় প্রভাবশালী একটি মহল নির্বিঘ্নে মাটি কেটে বিক্রি করছে। দ্রুত অভিযান চালিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করলে কৃষি জমি ও পরিবেশ চরম ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন সচেতন মহল।
সরেজমিনে কথা হলে স্থানীয় কৃষক ও পুস্তিঘাটা গ্রামের বাসিন্দা জহির উদ্দীন বলেন, স্থানীয় কিছু লোকের সহায়তায় উপজেলার জামিরা গ্রামের মফিজুর রহমান দীর্ঘদিন ধরে এই মাঠ থেকে মাটি কেটে বিক্রি করছেন। জমির মালিকের সম্মতিতেই এ কার্যক্রম চলছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত মফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “চাষের জমি সমান করার সময় যে অতিরিক্ত মাটি বের হচ্ছে, সেটাই বিক্রি করা হচ্ছে।” বক্তব্য নেওয়ার প্রায় আধা ঘণ্টা পর তিনি পুনরায় ফোন করে সাংবাদিকের পত্রিকার নাম জানতে চান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ বলেন, অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। দ্রুত সরেজমিন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ