শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় বাজারে  যানজট নিরাশন ও বাজার মনিটরিং  করলেন ছাত্ররা

আরো খবর

চৌগাছা  প্রতিনিধি: যশোরের চৌগাছায় বাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন  পয়েন্ট  যানজট নিরাশন ও বাজার মনিটরিং করল বৈশম্যেবিরোধী ছাত্র সমাজ। শুক্রবার (৯আগষ্ট)দিনব্যাপী  বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানজট নিরাশনের ভূমিকা পালন করলেন বৈশম্যেবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
  এ সময় উপস্থিত ছিলেন বৈশম্যেবিরোধী ছাত্র সমাজ নেতা রাশেদুল ইসলাম  রিতম,আজিজুর রহমান (সোহান),সাদাম শৌভন,ইমন হাছান,ঐশি দেওয়ান,নাইমুর রহমান শুভ,লিমন আহমেদ,আবির আহমেদ, ইয়ামিন আরাফাত,রাফি আহমেদ , মোঃসুমির হোসেন, আবির রহমান শান্ত সহ বৈশম্যেবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।  ছাত্রদের যানজট নিয়ে আসনে অক্লান্ত পরিশ্রমের  ক্যাপ দিয়ে সহায়তা করলেন  এ্যাডভোকেট আলীবুদ্দিন খান।বৈষম্যেবিরোধী ছাত্র সমাজে  বাজারের   যানজট নিরাশনে  গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন  ভালো কাজ করেছেন সাধারণ মানুষ  খুশি ।

আরো পড়ুন

সর্বশেষ