আবু জাফর,চৌগাছা(যশোর):
যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণসমাবেশ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্দোগে শহরের প্রেসক্লাব চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌগাছা-ঝিকরগাছা আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এড. আলহাজ্ব মিজানুর রহমান খান ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চৌগাছা-ঝিকরগাছা আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, এড আলীবর্দি, যুবদল আহবায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাবেক মোটরযান শ্রমিক সভাপতি সাইদুল ইসলাম এছাড়া ১১ ইউনিয়নের সভাপতি ও সম্পাদক বক্তৃতা করেন।
প্রধান অতিথি এড. মিজান খান বলেন, ৫ জুুলাই বিজয় ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমাদের এ বিজয়। এ বিজয় ধরে রাখতে হবে। বিএনপি নিয়ে দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। সামনে আরও অনেক ষড়যন্ত্র আসছে। তিনি আরও বলেন, সকল বাধা উপলক্ষা করে এ ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক জিয়ার নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা দেয়ের জন্য জাতির জন্য জীবন দিতে দ্বিধাবোধ করেননি, এখন তাঁদের পরিবারের দায়িত্ব দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা কারও কাছে ভিক্ষা চান না। তাঁরা সম্মানের সঙ্গে বাঁচতে চান। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে জুুলাই বিপ্লবে নিহত আহতদের সকল দায়িত্ব বিএনপি নিবে বলে অংগিকার করেন।
সমাবেশে শেষে প্রেসক্লাব চত্ত¡র থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

