চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যার দেবী সরস্বতী পূজা যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার স্কুল- কলেজসহ বিভিন্ন মন্দিরে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনিষ্ঠিত হয়। স্বরস্বতী পূজা সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব।
দিবসটি উপলক্ষে কোমলমতি শিশুসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপবাস করে এবং আরাধ্য দেবীর পুষ্প অঞ্জলি দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। উপজেলা পৌর সভাসহ ১১টি ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড ও স্কুল- কলেজের শিক্ষার্থীর এই পূজা করে । পৌরএলাকায় শ্রী শ্রী রাজশ্বরী দূর্গামন্দির বিদ্যার দেবী সরস্বতী পূজা পরিচালনা করেন পুরোহিত খদিরাম চক্রবর্তী। এসময় পূজা উদযাপন কমিটির প্রান্ত রায়,অপু সেন,প্রত্যয় বিশ্বাস, ননী বিশ্বাস, চন্ডী বিশ্বাস, অর্ণব কুমার সরকারসহ কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যার দেবী সরস্বতী পূজার শ্রদ্ধা নিবেদন ও পুষ্পাঞ্জলি দেন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

