ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সম্পূর্ণ আরোগ্য কামনায় যশোরের চৌগাছায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রেসক্লাব চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুনরায় নেতৃত্ব দিতে পারেন।
দোয়া পরিচালনা করেন গুয়াতলী দাখিল মাদ্রাসার মাওলানা আব্দুল আলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, যশোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. ইসাহক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাড. আলীবুদ্দিন খান, ছাত্রবিষয়ক সম্পাদক তুহিন আক্তার, পৌর বিএনপির সহ-সভাপতি আইনাল হক ও মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রভাষক হাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলাম, এম ইলিয়াস আলী, নাজমুল ইসলাম, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

