শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় মাদক ব্যবসায়িদের গুলিতে মাদক ব্যবসায়ি আহত

আরো খবর

জিয়াউর রহমান রিন্টু:যশোরের চৌগাছায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় খোকন ওরফে খোকন হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে আহতের ভাগ্নে রাজু আহমেদ নিশ্চিত করেছেন। খোকন দৌলতপুর গ্রামের ইসহকের ছেলে এবং একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোকনের সাথে অবস্থান করা তার ভাগ্নে রাজু আহমেদ এবং মিলন নামে তার এক প্রতিবেশি জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে খোকনকে তার নিজ বাড়িতে ঘুমিয়ে থাকাবস্থায় সীমান্ত ঘেষা ভারতের দৌলতপুর (ইন্ডিয়াপাড়া) গ্রামের হবিবরের ছেলে পেশাদার মাদক ও অস্ত্র ব্যবসায়ি এবং কুখ্যাত সন্ত্রাসী সানোয়র ওরফে ফেন্সি সানোয়ার (৫৫) এবং দৌলতপুরের (বাংলাদেশ) মৃত খোরশেদের ছেলে কাশেম (৪৪) ঘরের জানালা দিয়ে খোকনের উপর ৬ রাউন্ড গুলি করে। গুলির আঘাতে খোকনের তার বাম হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে যায়।

অপর একটি গুলি তার বুক ভেদ করে পেট ফুটো হয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় আক্রমনকারিদের বিষয়ে জানতে চাইলে হাসপাতালে চিকিৎসাধীন খোকন ভাগ্নের মুঠোফোনে বলেন সানোয়ার ও কাশেম আমাকে গুলি করেছে। আপনি কি করে দেখলেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আক্রমনের সময় আমি জানালায় টর্চ লাইট জালিয়ে তাদেরকে দেখেছিলাম। হামলার পরপরই বাড়ির লোকজন তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে সুখপুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই ইউয়িন আওয়ামী লীগের সভাপতি (যিনি ওই একই গ্রামের বাসিন্দা) তোতা মিয়া জানিয়েছেন, মাদক সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই খোকনের উপরে এই সন্ত্রাসী হামলা হয়েছে।
উল্লেখ্য আক্রমনকারি সানোয়ারের পূর্ব পুরুষ (পূড়াপাড়া ভাটপাড়া) বাংলাদেশের মহেশপুর উপজেলার বাসিন্দা। তবে তার জন্ম ভারতের দৌলতপুরে। কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানাতে একাধিক মাদক মামলা রয়েছে। ভারতের নাগরিক হওয়ায় তার বিরুদ্ধে আইনী ব্যভস্থঅ গ্রহন করা কঠিন হয়ে পরে। তাইতো একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েও বহাল তবিয়তে তার মাদক ও অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা নিজেদেরকে বাচাতে এই সানোয়ারের মাধ্যমে ভারতে যাতায়াত করে বলেও জানা যায়। ভারতের বাসিšদা হয়েও চৌগাছা পূড়াপাড়া বাজারে সানোয়ারের একটি বাড়িও রয়েছে। এই সানোয়ার চৌগাছার মাদক এবং অস্ত্র সাপ্লাই চেইনের গডফাদার। বেশ কিছুনি আগে খোকন এই সানোয়ারের একটি মাদকের চালান বিজিবি দিয়ে ধরিয়ে দিয়েছিল।

সেই ঘটনার জেরেই তার উপর আক্রমন হয়েছে বলে অনেকে মনে করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী বলেন, আমরা ঘটনাস্থলে আছি।
এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।ৃ

 

আরো পড়ুন

সর্বশেষ