শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় মৃত্যুর ৪মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

আরো খবর

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় আদালতের নির্দেশে মৃত্যুর ৪ মাস ১৭দিন পর কবর থেকে জাহিদুল ইসলাম (২৮) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের দিকনির্দেশনায় ময়নাতদন্তের জন্য উপজেলার হোগলডাঙ্গা ঘাটপাড়া কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়।

মৃত জাহিদুল ইসলাম উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জাহিদুলের স্ত্রী ফারজানা বেগম মুঠোফোনে বলেন, “সংসারজীবন অতিক্রম করার দীর্ঘ ১১ বছর পর বুঝতে পারি ফরিদা বেগম নামে এক নারীর সাথে আমার স্বামী পরকীয়ায় জড়িত। আমার স্বামীর মৃত্যুর পিছনে ওই নারী ও তার ভাই ঈসমাইল জড়িত রয়েছে।”

মামলার দায়িক্তপ্রাপ্ত নড়িয়া থানার উপ-পরিদর্শক এস আই রাকিব ইসলাম জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারী শরিয়তপুরের নড়িয়ায় মৃত্যু হয় জাহিদুলের। এরপর গত মার্চ মাসের ৭তারিখে স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে শরিয়তপুর জেলার নড়িয়া থানায় স্ত্রী ফারজানা বাদী হয়ে মামলা করেন। এর আগেই যশোরের নিজ বাড়িতে জাহিদুলকে দাফন করা হয়। এস আই রাকিব বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী ও ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশেই এই লাশ উত্তোলন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ