শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় রোপা আউশ ধান বৃদ্ধির লক্ষ্য বীজ ও সার প্রদান

আরো খবর

চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলায় ১৮০০ জন কৃষক কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার পেল। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টার সময় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উফশী রোপা আউশ মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচি আওতায় ১৮০০ জন কৃষকের মধ্যে প্রতি১ জন কৃষক পেয়েছে রুপা আমন ধানের বীজ ৫ কেজি ও ডি এ পি সার ১০ কেজি, এম ও পি সার ১০ কেজি।

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা – ঝিকরগাছা আসনের এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন , অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান,উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামীম খান, উপসহকারী কৃষি অফিসার তাপস বিশ্বাস, মুক্তার হোসেন, সাইফুল ইসলাম, চাঁদ আলী, রাশেদুল ইসলাম, তরিকুল ইসলাম, আমিনুর রহমান, বিশ্বজিৎ রায়, সহ কৃষক বিন্দু উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষি প্রনোদনা উফশী রোপা আউশ বীজ ও সার পেয়ে ধান উৎপাদনে বৃদ্ধি পাবে।

আরো পড়ুন

সর্বশেষ