শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো যুবকের প্রাণ,   বিদেশ যাওয়া হলোনা শহিদুলের

আরো খবর

চৌগাছা (যশোর)  প্রতিনিধিঃ যশোরের চৌগাছায়  সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী শহিদুল  ইসলাম (৩৫) নিহত ও ১ মাস পরে বিদেশে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। যাওয়া হলোনা। না ফেরার দেশে চলে গেলেন। শনিবার (১৩ মে)সকাল সাড়ে ৬ টার সময় স্বরুপদাহ ইউনিয়নে ধুনার খালে কলো, রঙের  পালসার অসাবধানত   বালা গাছের  মেরে দেয় এই ঘটনাটি ঘটে সে মাধবপুর গ্রামে নবাব আলীর ছেলে  শহিদুল ইসলাম ।  গটনা বিবারনে যানা যায়  প্রতিদিনের ন্যায় শহিদুল ইসলাম কন্যা সরকারী  শাহাদাৎ পাইলাট ৮ম শ্রাণীর ছাত্রী  প্রাইভেট  পড়ার জন্য সকাল ৬ সময়  সময় রব্বানী স্যারের প্রাইভেট  রেখ মাধবপুর গ্রামের বাড়ি যাওয়ার পথে  সকাল সারে ৬ টার সাবধানতা অবস্থায় মোটরসাইকেলটি  বাবলা গাছে মেরে দেয় ঘটনাস্থলে  রক্তাক্ত যখন অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনে। কর্তব্যরত ডাক্তার সোহাগ হোসেন বলেন মাথায় ও বুকে মারাত্মক আঘাত লাগে আনার পূর্বের মৃত্যু হয় । চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল্লার সবুজ বলেন শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে।ঘটনাটি সত্য থানায় অপমৃত্য মামলা  হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ