জানা গেছে, বাজার সহ বিভিন্ন অলি গলিতে ১৭টি মোটরসাইকেল জব্দ করে ৬ টি মামলা করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজাদ, ঈমন শাকিল। এসময় ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চৌগাছা থানার উপ পরিদর্শক এস আই জাফর আহমেদ বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৭ টি মোটরসাইকেল জব্দ করে ৬টি মোটরসাইকেলেকে মামলা দিয়ে থানা হেফাজতে রেখেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। মোটরসাইকেল আটক অভিযানে সার্বিক সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ।
