শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকে
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি ? মানুষ পেতে পারে না ?। যশোরের চৌগাছায় কলেজ ছাত্র রিয়াজুল ইসলাম নিজের সুচিকিৎসার জন্য মানবিক সাহায্য চাই। দেশের বিত্তবান ও প্রবাসীদের নিকট তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন।
রিয়াজুল ইসলাম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামের মরহুম মাস্টার ইছাহক আলীর ছেলে ও যশোর সরকারি সিটি কলেজের ইতিহাস অনার্স শেষ বর্ষে ছাত্র। ২০২১ সালের মার্চ মাসে সে জানতে পারে তার শরীরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে। রিয়াজুল ইসলাম বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতাল হতে চিকিৎসা নিচ্ছেন।
তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তাকে সুস্থ্য করতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যা অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসাকরা বলেছেন এ চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন হবে। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তার চিকিৎসার জন্য দেশের বিত্তবান ও প্রবাসীদের নিকট তার পরিবার আর্থিক সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠানোর মাধ্যম হিসেবে ব্যাংক একাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার দেয়া হলো। রিয়াজুল ইসলাম ইসলামী ব্যাংক চৌগাছা শাখা একাউন্ট নং ২০৫০২৭৫৬৭০০১৫১৪০৫, রাউটিং নং ১২৫৪১০৫৫৯। ফয়সাল ইসলাম (রিয়াজুলের ভাই) বিকাশ পার্সনাল ০১৭৬৩-৬১১৬০৬, শাহিনুর রহমান শাহিন (রিয়াজুলের ভাগ্নে) বিকাশ ও নগদ পার্সনাল ০১৭১৯-৪৮৩১২৬। #

