চৌগাছা, (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলায় নবাগত নিবার্হী কর্মকর্তার (ইউএনও) সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ০৯.০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি এবং সর্বদা সহযোগীতার আশ্বাস জানান।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম,সাবেক সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক এম এ রহিম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, পত্রিকা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, নিবার্হী সদস্য আব্দুল্লাহ আল-মামুন, সদস্য আজিজুর রহমান,রায়হান হোসেন,সোহাগ আলী সিয়াম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সকল সাংবাদিকদের সমন্বয়ে প্রেসক্লাব চৌগাছার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

