সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় সি আই জি মৎস্য খামারিদের মাঝে মাছের পোনা ও উপকরন বিতারণ

আরো খবর

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় এন এ টি পি -২ মৎস্য অধিদপ্তর আওতায় ২৫ জন প্রদর্শনী সি আই জি মৎস্য খামারিদের মাঝে মাছের পোনা ও মৎস্য খাদ্য এবং উপকরন বিতারন করা হয়েছে।সোমবার (৬জুন) বেলা ১১ টার সমায় মৎস্য অফিসের প্রঙ্গনে ২৪ জন সি আই জি মৎস্য খামারি প্রতি খামারি মাঝে ৫০০০ পিচ শিং মাগুর মাছ মোট ১ লক্ষ ২০০০০ হাজার পিচ শিং মাগুর মাছ ও প্রতি খামারি কে মাছের খাদ্য এবং উপকরণ বিতারণ করা হয়েছে । ১জন সি আই জি খামারি কে কৈ মাছের পোনা ১৪ হাজার ৪০০ পিচ বিতারণ করা হয়েছে । সি আই জি খামারির মাঝে মাছের পোনা ও মাছের খাদ্য এবং উপকরণ বিতারণ সমায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ,উপজেলা প্রাণীসম্পদ অফিসার প্রভাষ চন্দ্র গোষামী,সমবায় অফিসের সহকারী প্ররিদর্শক আল-মামুন , মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হারুন অর রশিদ,শৈাভিক রায় ,পৌর কাউন্সিলার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম,চৌগাছা সরকারী কলেজে শাখা ছাত্র লীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু সহ ২৫ জন সি আই জি মৎস্য খামারি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ