রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় স্ত্রীকে তালাক দিয়ে শারিরীক সম্পর্ক করায় ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

আরো খবর

প্রতিনিধি
যশোরের চৌগাছায় স্ত্রীকে তালাক দিয়ে গোপন রেখে শারিরীক সম্পর্ক করায় ধর্ষণের অভিযোগে স্বামী আলী কদরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার ওই নারী বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন। আসামি আলী কদর ছৌগাছার স্বর্পরাজপুর গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক অভিযোগটি গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১৩ অক্টোবর আসামি আলী কদর ওই নারীকে বিয়ে করে সংসার করছেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আলী কদর তার স্ত্রীকে প্রায় মারপিট ও নির্যাতন করতেন। গত ১০ মার্চ আসামি আলী কদর তার স্ত্রীকে তালাক দিয়ে গোপন করে রাখে। গত ১ মে আলী কদর তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করে সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন। পরদিন তিনি জনতে পারেন তার স্বামী তাকে তালাক দিয়ে গোপন করে রেখেছে। তালাক গোপন করে গত ১০ মার্চ থেকে ১ মে পর্যন্ত আসামি আলী কদর তার স্ত্রীর সাথে শারিরীক সম্পর্ক বজায় রেখে ধর্ষণের অপরাধ করায় তিনি আদালতে এ মামলা করেছেন। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ