শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছা থানার সেই ওসি প্রত্যাহার

আরো খবর

বিশেষ প্রতিনিধি:

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। তিনি চৌগাছা থানায় যোগদান করেছেন মাত্র দেড় মাস আগে।
এর মধ্যে টর্চার সেল পরিচালনা, ঘুষ ও রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এসংক্রান্ত একটি তথ্যবহুল নিউজ রোববার দৈনিক প্রজন্ম একাত্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।এর আগে তাঁর বিরুদ্ধে নারী ঘটিত বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এসব অভিযোগের পরিপ্রক্ষিতে আজ রোববার (২৯ ডিসেম্বর) তাঁকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ, গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যেখানে তাকে এক নারীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতে দেখা যায়। পায়েল হোসেন গত ১৭ নভেম্বর ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে চৌগাছা থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে।
অভিযোগের বিষয়ে ওসি পায়েল হোসেন বলেন, তাঁকে ট্র্যাপে ফেলা হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার। আর যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘ওসি পায়েলের কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তার বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।’

আরো পড়ুন

সর্বশেষ