শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান  

আরো খবর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান ‘চৌগাছা পরিবার’ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে টলিতে (কৃষি কাজে ব্যবহৃত গাড়) পা ভেঙ্গে যাওয়া অসহায় আব্দুলকে চিকিৎসা খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। আব্দুল, উপজেলার সদর ইউনিয়নের দীঘলসিংহা গ্রামের সুলতান মিয়ার নাতিছেলে। আজ রবিবার (২১ জানুয়ারি) বিকালে সংগঠনের সদস্যরা স্ব-শরীরে উপস্থিত থেকে এই নগদ অর্থ প্রদান করে।
জানা গেছে, দীঘলসিংহা গ্রামের এই আব্দুলের পিতামাতা নাই সে তার নানা বাড়িতে বেড়ে উঠেছে। অভাবের সংসারে তাই বেশি লেখাপড়া করতে পারেনি। অল্প বয়সে তাকে জীবিকা নির্বাহের জন্য টলিতে কাজ করতো। কিছুদিন আগে টলি দুর্ঘটনায় তার মারাত্মক ভাবে পা ভেঙ্গে যায়। তার পরিবার অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেন না। এমতাবস্থায় তার প্রতিবেশী জিহাদ হোসেন বিষয়টি চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনকে জানায়। তাৎক্ষণিকভাবে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনের আহবানে, সকলের কাছ থেকে কালেকশন করে সংগঠনের পক্ষ থেকে অসুস্থ আব্দুলকে ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

আরো পড়ুন

সর্বশেষ