রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছা প্রেমিকার উপর অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

আরো খবর

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রেমিকার উপর অভিমান করে কলেজ ছত্র রাব্বি হোসেন (১৮) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৫ সেন্টম্বার) উপজেলার বিশ্বেষ পাড়া অনুমান সময় বিকাল ৫ টার নিজের ঘড়ে লোহার এ্যাগেলের সঙ্গে ওড়না পিছিয়ে আত্মহত্যা ঘটনা টি ঘটে। আত্মহত্যার নিহত রাব্বি হোসেন, শরিফুল ইসলাম ছেলে।ঘটনা বিবরনে জানা যায় নিহত রাব্বি হোসেনের পিতা জে এস থ্রিহুইল চালক ও মাতা এক জন গার্মেন্টস শ্রমিক। পরিবারের অগোছরে বিকাল ৫টার সময় নিজ ঘড়ে ওড়না দিয়ে পেচানো অবস্থা পরিবারের লোকজন দেখতেন পেয়ে দরজা ভেঙ্গে
আত্মত্যাকারী উদ্ধার করে,রাস্তায় হাটানো অবস্থায় মৃত্যুবরণ করে । ওয়ার্ড কাউন্সিল গোলাম মোস্তফা বলেন আত্মহত্যা করে কলেজ ছাত্র মৃত্যুবরণ করেছে
ঘটনাটি সত্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন ঘটনাটি সত্য।

আরো পড়ুন

সর্বশেষ