শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ছয়টির অনুমোদন নিয়ে ২৭ প্রকার ওষধ তৈরি, যশোরে কারখানা মালিককে জেল-জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :
অনুমোদনহীন পশু ওষুধ তৈরির অপরাধে যশোর সদরের উপশহর এলাকায় ইম্পেরিয়াল এগ্রো ফার্মা লিমিটেডের সত্ত্বাধিকারী মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, ৬টি পশু ওষুধের অনুমতি নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ২৭টি ওষুধ তৈরির করছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা চায়না, কোরিয়াসহ বিভিন্ন দেশের ওষুধ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছিল, যা পশুর জন্য মারাত্মক তিকর। ফলে প্রতিষ্ঠানের মালিককে জেল-জরিমানার পাশাপাশি অনুমোদনহীন ভেজাল ওষুধ ধংস করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ