রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন 

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক,  নড়াইল:  জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদ ও বিচারের দবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন  সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী আল মামুন,  সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনুসহ জেলা, উপজেলা, পৌর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তাগণ ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরো পড়ুন

সর্বশেষ