শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ছাত্রেদের প্রহারে হাত-পা ভাঙ্গল চিকিৎসকের 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জাকির হোসেন (২৬) নামে এক ইন্টার্ণ চিকিৎসককে তার হাত-পা ভেঙে পঙ্গু করে দেয়া হয়েছে। কলেজের হোস্টেলে মাদক সেবন করার প্রতিবাদ করায় উচ্ছৃঙ্খল ছাত্ররা তার রুমের দরজা আটকে দু’ঘণ্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে এবং হকষ্টিক দিয়ে বেদম প্রহার করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জাকির হোসেন যশোর মেডিকেল কলেজের (জে এমসি) এমবিবিএস কোর্স’র ছাত্র। জানুয়ারিতে তার ইন্টার্ণ কোর্স শেষ হয়েছে।
জাকির হোসেন জানিয়েছেন,গত ৩১ জানুয়ারি রাত ৯ টার দিকে কলেজের হোস্টেলে তার ৫ নং রুমে রাতের খাবার তৈরি করছিলেন। এসময় পাশের ৪ নং রুমের ছাত্র মেহেদী হাসান লিওনের রুম থেকে লিওন,আব্দুর রহমান আকাশ ,শামীম হোসেন ,সাকিব আহমেদ তামিম সহ ৭-৮ জন ছাত্র তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে হকিস্টিক সহ অন্যান্য লাঠি সোটা দিয়ে বেদম প্রহার করে। রাত ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত শারীরিকভাবে অমানুষিক নির্যাতন চালানোর পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালের স্টুডেন্ট কেবিনে জাকির হোসেন চিকিৎসা দিন। ওয়ার্ডে কর্তব্যরত শৈল চিকিৎসক ডাক্তার নাজিবুর রহমান জানিয়েছেন, জাকির হোসেনের দু পা বাম হাতের কব্জির ও পাতার হাড় ভেঙে গেছে। বাম পাজর ফেক্সার হয়ে গেছে। তাকে সুস্থ হতে অনেক সময় লাগবে। এ হাসপাতালেই তার চিকিৎসা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
জাকির হোসেন জানিয়েছেন, তিনি মেডিকেল কলেজ ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। কিন্তু কমিটি এখনো তৈরি হয়নি। মেয়াদোত্তীর্ণ কমিটির  শাহাজাদ জাহান দিহান সভাপতি শাহাদত হোসেন রাসেল সাধারণ সম্পাদক পদে বহন রয়েছেন। এমপি কাজী নাবিল আহমেদ গ্রুপের পক্ষে ছাত্রলীগের ভিপি প্রার্থী হয় অনেকের খুব থাকতে পারে।মোটরসাইকেল ছিনতাই করা তাদের উদ্দেশ্যে ছিল। তাছাড়া চার নম্বর রুম হচ্ছে গাজা ও মাদক সেবনের আড্ডা। তার পাশের রুম হয় তিনি অস্বস্তি বোধ করেন এবং গাজা মাদক সেবন করতে নিষেধ করেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালানো হয়েছে । এক্ষেত্রে তার বিন্দুমাত্র দোষ ছিল না বলে ডাক্তার জাকির হোসেন জানিয়েছেন।
জাকির হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিসার গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান এর পুত্র। কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন। তার পিতা একাত্তরের মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরেপ্লাটুন কমান্ডার ছিলেন।২০০৩ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান। ২০২২ সালে অসুস্থ জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এমন ব্যক্তির ছেলে হিসেবে কোন অন্যায় করতে পারেন না বলে জানিয়েছেন ডাক্তার জাকির হোসেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।#

আরো পড়ুন

সর্বশেষ