শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ছাত্র জনতার গণ  অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আশাশুনিতে জামায়াতের গণমিছিল

আরো খবর

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আশাশুনিতে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা জামায়াতের আয়োজনে বর্ষপূর্তি উপলক্ষে একটি গণ মিছিল জামায়াত অফিস চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক চত্বরে সমাবেশ করে।
উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,
সেক্রেটারী মাও আনোয়ারুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমির ডা. নুরুল আমিন, নায়েবে আমির নু. আ. ম. মুরতাজা, আদর্শ শিক্ষক পরিষদ নেতা প্রভাষক বিপ্লব মণ্ডল, সহ সেক্রেটারী ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাও. শাহজাহান আলী, বাইতুলমাল সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম, আই বি ডব্লিউ এফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ জাতীয় মুক্তি দিবস, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দুই হাজার শহীদের রক্ত স্নাত বাংলাদেশেকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত দেশ হিসাবে গড়তে চাই। ৩০ হাজার আহত ছাত্র জনতার চিকিৎসা ও পুনর্বাসন চাই। বক্তারা অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও সংবিধানে অন্তর্ভুক্ত করতে  সরকারের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ