শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ছুটিতে বাড়ি এসে লাশ হলো পুলিশ সদস্য 

আরো খবর

   কলারোয়া প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় মাটিকাটা ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় নয়ন হোসেন (২৮) নামে এক যুবক গুরুতর আহত হন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন একই ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি রাঙামাটি জেলার তগোলছুড়ি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইমরান হোসেন ও নয়ন হোসেন মোটরসাইকেলযোগে সিংহলাল বাজার অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মাটিকাটা ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তারা গুরুতর আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পুলিশ সদস্য ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। আর আহত নয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।
কলারোয়া থানার ওসি নাছিরউদ্দীন মৃধা ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাটিকাটা মেশিনটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ