কেশবপুর প্রতিনিধ:জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফরহাদ হোসেনকে কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে সংবর্ধনা উপলক্ষে দেবালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ও দেবালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক শ্যামল সরকার।
প্রধান অতিথির বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আজিজুল ইসলাম, জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন প্রমুখ।
আলোচনার পূর্বে জনপ্রশাসন মন্ত্রীকে দেবালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

