শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 জনসাধারনকে সতর্ক করতে সীমান্ত এলাকায় বিজি্বির মাইকিং

আরো খবর

বেনাপোল প্রতিনিধি, যশোর :
 যশোরের বেনাপোল  ও শার্শা সীমান্ত এলাকায় জন সাধারনকে সতর্ক করে মাইকিং করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের পক্ষে মাইকিং করা হয়। সীমান্ত অনুপ্রবেশরোধ ও গরু ছাগলের অনুপ্রবেশ সহ সীমান্তে না যাওয়ার আহব্বান জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়,মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সীমান্ত এলাকা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বিএসএফ সদস্যদের মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে সীমান্তের আশপাশে স্থানীয়দের না যাওয়ার জন্য মাইকিং করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিযন ও খুলনা ২১ বিজিবির অধীনস্থ প্রতিটি ক্যাম্পের পক্ষ থেকে সীমান্ত এলাকায়  মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়।
মাইকিং করে বলা হয়, ‘বিএফএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ