শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

জমকালো আয়োজনে ঢাবি ফোরাম যশোরের মিলনমেলা অনুষ্ঠিত

আরো খবর

মেহেদী হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ মূলক বক্তব্য, খেলাধুলা ও মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি ফোরাম) যশোরের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৪। শুক্রবার দিনব্যাপী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে মেতেছিল যশোর জেলায় অবস্থানরত ঢাবির প্রাক্তন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বন্ধু, সিনিয়র ভাই আপু, ছোট ভাই আপু, সবাইকে একসাথে পেয়ে যেন যবিপ্রবি ক্যাম্পাস এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়। সবাই একসাথে তাদের কাটানো সময়গুলো স্মৃতিচারণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর বাড়ি যশোর জেলায় এবং যশোরের প্রশাসন, বিভিন্ন ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তণ সেসব শিক্ষার্থীদের নিয়ে ছিল বর্ণাঢ্য এই আয়োজন।অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের স্ত্রী-সন্তানরাও এ আয়োজনে অংশ নেন।

দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় সদস্যবৃন্দের আগমন ও অভ্যর্থনা, আনন্দ শোভাযাত্রা মাধ্যমে। তারপর বাচ্চাদের যবিপ্রবির ফিসারিজ মিউজিয়াম, অ্যানিমেল হাউজ, ল্যাব প্রদর্শনী ও খেলাধুলা। এ আয়োজনটি শুধুমাত্র শিশুদের জন্যই ছিল। এরপর একসাথে দুপুরের খাবার গ্রহণ ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র এর ১ম পুরস্কার ছিল একটি ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি।

উক্ত অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থিত সকলকে স্বাগত জানান ঢাবি ফোরাম যশোরের সভাপতি বাংলাদেশ একাডেমী অফ সায়েন্সেস এর সহযোগী ফেলো, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক সাব রেজিস্ট্রার সাইদুর রহমান জনি, আহবায়ক সাইফুল্লাহ খালেদ এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক জয়ী অনুজীববিজ্ঞানী যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ার হোসেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন, যশোর জেলার নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ