মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

জমি নিয়ে বিরোধ:যশোরে এক ঘটনায় দুই খুন

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। পরে হামলাকারীকে ধরে স্থানীয়রা গণপিটুনি দিলে সেও মারা যায়। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত দুজনের বাড়িই যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের হযরত আলীর ছেলে পলাশের কাছ থেকে কিছুদিন আগে জমি ক্রয় করেন। পরে ওই জমিতে পলাশ তার মা ও বোনকে দিয়ে হক সেবা করান। এ বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম হক সেবা তুলে নিতে পলাশকে চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে।
এরই জেরে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রফিকুল ইসলাম সলুয়া বাজারে নিজের মুদি দোকান খুলতে বাড়ি থেকে রওনা দেন। তিনি চৌগাছা থানাধীন সলুয়া কলেজসংলগ্ন আপেলের স’মিলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পলাশ তার ওপর অতর্কিত হামলা চালায়। পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তবে পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌঁছালে রফিকুল ইসলাম মারা যান।
অন্যদিকে, হামলার পর স্থানীয়রা পলাশকে ধরে ব্যাপক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুরো জগহাটি গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনার পরপরই পুলিশ টিম এলাকায় অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম এলাকায় শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি কারও সঙ্গে কখনও দ্বন্দ্বে জড়াননি। অপরদিকে পলাশ এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয়দের দাবি।

আরো পড়ুন

সর্বশেষ