জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা:চুয়াডাঙ্গার জীবননগরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিজ জমিতে কাজ করার সময় বিরোধের জেরে প্রতিপক্ষরা তাদের হত্যা করে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)। তারা উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে। এই ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যান মিন্টা ও হামজা। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে মারধর ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হামজা নামের একজন আগেই মারা যান। অপর ব্যক্তি মিন্টা চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

