কেশবপুর প্রতিনিধি :কেশবপুর উপজেলা যুব জামায়াতের উদ্যোগে মঙ্গলবার বিকালে যুব দিবস উপলক্ষে র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে ।
র্যালি পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি আয়াতুল্লাহ খমেনি, সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবুল কালাম আজাদ পৌর জামায়াতের আমির জাকির হোসেন, উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , বিদ্যানন্দনকাটি ইউনিয়নের যুব সমাজের সভাপতি মোঃ জাহিদ হাসান, তাজাম্মুল হোসেন প্রমুখ।
সমাবেশের পূর্বে কয়েক শ যুব জামায়েতের কর্মী কেশবপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেশবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে। অপরদিকে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

