মহেশপুরে জাতীয় ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভায় বক্তা আছে শ্রোতা নেই
মহেশপুর::::
জাতীয় ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাজু আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রোতা শুন্য অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প প কর্মকর্তা ডাঃ ফাতেমা খাতুন, মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান,ডাঃ তাপস কুমার প্রমুখ।
অবহিতকরণ সভায় দর্শক শাড়ীতে কোন শ্রোতা না থাকলেও রয়েছে মাত্র ৪ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ১জন নার্স। বাকি আসন গুলা শ্রোতা শুন্য হয়ে খা খা করছে।
যেখানে দর্শক শাড়ীতে থাকার কথা ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,সাংবাদিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,নার্সদের সে খানে তার কেউই নেই। এ ভাবেই চলছে মহেশপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের গুরুত্ব পুর্ন সব সভা বা অবহিতকরণ কর্মশালা গুলো।

