নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোরে আলোচনা সভা ,র্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ রোববার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পরে পৌর পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এই মাছের পোনা অবমুক্ত করেন। এসময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি শহরের গ্ররুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

