পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
কাবিননামা জাল জালিয়াতি করে আদালতে যৌতুক মামলা করে স্বামী ইদ্রিসকে জেলহাজতে পাঠিয়েছে স্ত্রী খাদিজা। ভুক্তভোগী পরিবার প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।জানা যায়, পাইকগাছা উপজেলার মামুদকাটি গ্রামের মোজাম সরদারের ছেলে ইদ্রিস সরদার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের রওশন শেখের কন্যা খাদিজা কে ইসলামী শরীয়ত মোতাবেক ৩০/৩/২১ তারিখে ৬০ হাজার টাকা দেনমোহরে বিবাহ হয়।স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে স্ত্রী খাদিজা স্বামী ইদ্রিস কাজের সন্ধানে বাহিরে গেলে ১৩/১০/২১ খাদিজা না বলে পিত্রালয় চলে যায়।সে কারণে খাদিজার শশুর মোজাম সরদার পাইকগাছা থানায় ডায়েরী করে।যার নং ৮৮৬, তারিখ-১৮/১০/২১ । এরপর ইদ্রিস পর পর ৬/১০/২২ ও ১৭/৫/২২ স্ত্রী খাদিজা কে লীগ্যাল নোটিশ প্রদান করেন। এরপর খাদিজা খুলনা (খ) অঞ্চল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ইদ্রিসের নামে যৌতুক মামলা করে।যে মামলায় কাবিননামা জাল জালিয়াতি করে ৬০ হাজার টাকার স্হলে ২,৫০০০টাকা দাখিল করে।যে মামলায় ইদ্রিস সরদার জেল হাজতে আছে। ইদ্রিসের পিতা মোজাম সরদার জানান, কাবিননামা জাল জালিয়াতি করে আমার ছেলে কে জেল হাজতে দেয়া হয়েছে।আমি প্রসাশনের জরুরী হস্তক্ষেপ কামনা করি।
