, নিজস্ব প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর আজিজিয়া ফাযিল মাদ্রাসার গণিত প্রভাষক মোস্তফা মহসীন কবিরের বিরুদ্ধে জাল জালিয়াতির মামলা হয়েছে। মাদ্রাসার নির্বাচিত অভিভাবক সদস্য হায়দার আলী যশোর চীপ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার এই মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক শম্পা বসু মামলাটি আমলে নিয়ে যশোর ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আইনজীবী এডভোকেট আমজাদ হোসেন জানান, ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের গণিত শিক্ষক মহাসীন কবির (যাহার ইনডেক্স নং কে-২০০৪৩০৫)। চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়ে জাল সার্টিফিকেট ব্যবহার করেন। ১৯৯৫ সালে জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী উক্ত পদে চাকুরী পাইতে হলে সকল সার্টিফিকেট পরীক্ষায় ২য় বিভাগ থাকতে হবে মর্মে নির্দেশিত আছে।মোস্তফা মহসীন কবিরের নিয়োগে এই শর্ত পুরণ হয়নি।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএ ৩য় শ্রেণীতে পাশ করেছেন। যার রোল নং ৩৫৬৬৪।
কিন্তু উক্ত মাদ্রাসায় নিয়োগ পাওয়ার জন্য বর্ণিত সার্টিফিকেট জাল জালিয়াতি করে সেখানে ২য় বিভাগে উত্তীর্ণ দেখিয়ে তিনি নিয়োগ লাভ করেন এবং প্রায় ২০ বছর ধরে সরকারি বেতনভাতা ভোগ করে আসছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া সত্ত্বেও তার সন্তষ্টিজনক কোন জবাব দেননি। মোস্তফা মহসীন কবির বর্ণিত সার্টিফিকেট জাল জেনও সেটা সঠিক হিসাবে ব্যবহারসহ দুর্নীতি করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

