শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

জীনের বাদশা পরিচয়ে প্রতারণা, লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

আরো খবর

বিশেষ প্রতিনিধি:জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল জ¦ীনের বাদশা পরিচয়ে প্রতারণাপূর্বক টাকা আত্মসাৎ চক্রের সদস্য মিরাজ নামে এক প্রতারককে নগদ টাকাসহ গ্রেফতার করেছে। সে ভোলা জেলার বোরহান উদ্দিন থাকার ইয়াসিন পাটোয়ারীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র শেখ আবু হাসান সঙ্গীয় এসআই নুর ইসলাম এর সমন্বয় গঠিত একটি চৌকসটিম ভোলা জেলায় বোরহান উদ্দিন থানা এলাকায় রোববার ১ অক্টোবর দুপুর দেড়টায় ভিযান চালিয়ে সংশ্লিষ্ট থানার সহায়তায় প্রতারক চক্রের সক্রিয় সদস্য মিরাজকে গ্রেফতার করে।

এ সময় তার দখল হতে বিকাশের মাধ্যমে প্রতারণামূলক ভাবে গ্রহন করা নগদ ১লাখ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার করে। এসআই নুর ইসলাম জানান, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রী কল্পনাকে তার স্বামীকে মালয়েশিয়ায় লটারী পাওয়ার কথা বলে মোবাইলে যোগাযোগ করে জ¦ীনের বাদশা পরিচয়ে উক্ত মিরাজ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় গত ১৫ আগষ্ট হতে ১ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৭লাখ ৪৪ হাজার ৬শ’ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে উক্ত নারী যশোরের ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলা নং ১ তারিখ ১/১০/২৩ ইং।

মামলাটি ডিবি’র এসআই শেখ আবু হাসান তদন্ত করছেন। উক্ত ঘটনার সাথে চক্রের সদস্য মিরাজকে গ্রেফতার করা হলো। তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে এই চক্রের কাহিনী।

আরো পড়ুন

সর্বশেষ