শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জীবনের নতুন অধ্যায় শুরু করছি’ সৌরভের টুইট বার্তায় তুমুল জল্পনা!

আরো খবর

একাত্তর ডেস্ক:

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। টুইট বার্তায় সৌরভ নিজেই জানালেন। সৌরভের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি রাজনীতিতে আসছেন কি না, তা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে। কারণ, টুইটারে সৌরভ নিজের পোস্টে লিখেছেন, তিনি এমন কিছু করতে চলেছেন যার ফলে বহু মানুষ উপকৃত হবেন।

নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ৩০ বছর পূর্তিতে এ দিন টুইটারে এই পোস্ট করেন সৌরভ। অতীতে অবশ্য সৌরভ নিজেই বার বার বলেছেন, রাজনীতিতে তার আগ্রহ নেই। তা সত্ত্বেও রাজ্যসভা নির্বাচনের ঠিক আগে সৌরভের এই পোস্টে তার রাজনীতিতে যোগ নিয়েই নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে। সূত্র: নিউজ এইট্টিন

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ