নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ শেষ হবে। এতে রাজধানীর সঙ্গে যুক্ত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৯টি জেলা।
মঙ্গলবার (৮নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় বাবার নামে ১০ শয্যা বিশিষ্ট ‘অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দীন আহমেদ’ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন সেনা প্রধান। এর আগে তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এস এম রোকনউদ্দিন আহমেদের প্রতিষ্ঠিত মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যেিবর কার্যক্রম পরিদর্শন এবং নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা এস এম রোকনউদ্দিন আহমেদ ভবনের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
ছেলেবেলার স্মৃতিচারণ করে সেনাপ্রধান বলেন, করফা গ্রাম আমার পৈত্রিক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময় আমি এখানে ছিলাম। স্বাধীনতা যুদ্ধে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২০ (বিশ) লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। বিদ্যালয়ের ১০ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তিপ্রদানসহ যাবতীয় খরচ বহন করবেন এবং তাঁর পিতার নামে বৃত্তি চালু করার ঘোষণা দেন। এছাড়া তিনি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূত্র্ িউপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অঙ্কুর’ এর মোড়ক উন্মোচন করেন এবং ১৫ (পনের) লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। পরে সেনা প্রধান লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে যান এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর দেয়া সালাম গ্রহন করেন।
আসন্ন শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনা প্রধান ৫৫ পদাতিক ডিভিশনের প্রস্তাবিত প্রশিক্ষণ, অপারেশন ও লজিষ্টিকস্ এর প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের স্ত্রী নূরজাহান আহমেদ, প্রকল্পে চিফ কনসালটেন্ট জেনারেল ও এডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাহবুবুর রশিদ, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনতা এ সমাবেশে উপস্থিত ছিলেন। ##
জুনে রেলপথ নির্মাণকাজ শেষ রাজধানীর সঙ্গে সংযুক্ত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৯ জেলা- সেনা প্রধান

