শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জেইউজে আকরাম সভাপতি ফরহাদ সম্পাদক নির্বাচিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:  সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে আকরামুজ্জামান সভাপতি ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  রোববার প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে  নির্বাচন সম্পন্ন হয়। এর আগে তারা একই পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন।

সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পেয়েছেন ২৪ ভোট।

সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন ১৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট।

দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট।

 

কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল। এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটগ্রহণে সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ