শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

জেডিএসএ থেকে সংবর্ধিত কাজী নাবিল আহমেদ

আরো খবর

 

প্রতিবেদক :
প্রখ্যাত ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদকে ২০১৯ সালের সেরা সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থা। আজ শুক্রবার (১৩ মে) সকালে শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে তাকে ফুল এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির বলেন, একজন খেলোয়াড় বা সংগঠক কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়ে থাকেন। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ২০১৩ থেকে ২০২০ সালের জন্য ৮৫ জন সেরা খেলোয়াড় ও সংগঠককে পুরস্কৃত করা হয়েছে। তাদের অন্যতম বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদ। ২০১৯ সালের সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থবারের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সংবর্ধনার জবাবে বলেন, আমি অত্যন্ত আনন্দিত। ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকাটা সার্থক হয়েছে। এই পুরস্কার আমাকে আরও উদ্দীপনা দেবে। প্রেরণা দেবে সামনের দিকে খেলাধুলাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য।

দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে কখনও পুরস্কারের জন্য কাজ করেননি উল্লেখ করে তিনি বলেন, আমি ২০০৪ সালে সংগঠক হয়ে আবাহনী লিমিটেডের ফুটবল দল নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছি। কোনো সময় কোনো পুরস্কারের কথা চিন্তা করে কাজ করিনি। আমি কাজ করে গেছি খেলার জন্য, ফুটবলের জন্য, খেলার আনন্দের জন্য, উৎকর্ষ সাধনের জন্য। সর্বোপরি দেশের জন্য। আমি পুরস্কার পেয়েছি এর জন্য কৃতজ্ঞ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, খো খো পরিষদের সম্পাদক ও নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট, ফুটবল, ভলিবল ও খো খো পরিষদ ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা ফুলেল শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য, গত বুধবার (১১ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে নাবিল আহমেদকে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন।

কাজী নাবিল আহমেদ ২০০৪ সাল থেকে সক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। আবাহনীর ফুটবল কমিটিতে আছেন। বাফুফের সহ-সভাপতি ছাড়াও অলিম্পিক অ্যাসোসিয়েশনেও একই পদে রয়েছেন।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ