শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝড়ে উপড়ে পড়েছে সাগরদাঁড়িতে মধু কবির স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছটি

আরো খবর

 কেশবপুর (যশোর) প্রতিনিধি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছটি ঝড়ে উপড়ে পড়েছে। কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে ওই কাঠবাদাম গাছটি অবস্থিত।

রোববার সকালে টানা বৃষ্টির মধ্যে আকস্মিক ঝড়ে বয়োবৃদ্ধ ওই গাছটি নদ পাড়ের সড়কের উপর উপড়ে পড়ে। গাছটি পড়ে যাওয়ার খবরে এলাকার মধুভক্ত মানুষ সেটি রক্ষার দাবি জানিয়েছেন। গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর।

সাগরদাঁড়ীর স্থানীয়রা  বলেন মধুসূদনের স্মৃতি বিজড়িত গাছটি পড়ে যাওয়ার পর থেকে এলাকার মানুষ দেখতে ভিড় করছেন। মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছটি রক্ষার জন্য এলাকার মানুষ দাবি জানিয়েছেন। সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, রোববার মুষ- লধারে বৃষ্টির ভেতর ঝড় শুরু হলে কাঠবাদাম গাছটি উপড়ে পড়ে যায়। প্রতিবছর সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলায় আসা পর্যটকরা ওই গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তোলাসহ মহাকবিকে স্মরণ করতেন।

এই বিষয় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা  লুৎফর রহমান বলেন, কাঠ বাদাম গাছটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত গাছ। কাঠবাদাম গাছটির পাশে আরেকটি কাঠবাদাম গাছ লাগানো সিদ্ধান্ত নিয়েছি,এবং ঝড়ে পড়া যে গাছটি বাঁচানোর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কাঠবাদাম গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর। কালের সাক্ষী হয়ে কবির স্মৃতি ধারণ করে আসছিল ওই কাঠবাদাম গাছটি।

আরো পড়ুন

সর্বশেষ