শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝাপার এভারগ্রিন যুব সংঘের উদ্যেগে মেডিকেল ক্যাম্প

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপার এভারগ্রিন যুব সংঘে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি সংস্থা লিডার্স-এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার তপন কুমার মন্ডল ও এভারগ্রিন যুব সংঘের সভাপতি রঞ্জিত কুমার রপ্তান। আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. মাহফুজা আলম মুক্তা, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় সরদার প্রমুখ।
স্থানীয় একজন গর্ভবতী নারী বলেন, আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম, কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ