শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় অস্বাস্থ্যকর খাদ্য রাখায় মোবাইল কোর্টে জরিমানা

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলায় অস্বাস্থ্যকর খাদ্য মজুদ, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) উপজেলার হাজিরালী মোড়ে পরিচালিত প্রথম অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ২৯ ধারায় অস্বাস্থ্যকর শিশু খাদ্য রাখার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম সম্পর্কে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন।

এদিকে মাগুরা ইউনিয়নের দুটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা রান্নাঘর এবং নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহারের অভিযোগে আরও একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাভিদ সরোয়ার।

দুই অভিযানে সহযোগিতা করেন ঝিকরগাছা থানা পুলিশের চৌকস টিম ও স্থানীয় জনসাধারণ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ