শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আমিরুল ইসলাম

আরো খবর

বাঁকড়া, ঝিকরগাছা প্রতিনিধি:ঝিকরগাছা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফলে মাধ্যমিক পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন। আমিরুল ইসলাম ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামে অবস্থিত ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ।

আমিরুল ইসলাম ২০১১ সালের ২৮ এপ্রিল ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২৩ – ২৪ সালে নতুন কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষনে উপজেলার গণিত বিষয়ের প্রশিক্ষক হিসেবে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দীন বলেন, আমিরুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় আমরা প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্বিত। তিনি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ