শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় খালের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

আরো খবর

ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে পরশ হোসেন  (১২) ও সৈকত হোসেন (১৩) নামে দুই সহোদরের মর্মান্তুিক মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো ভাই।
গতকাল বিকাল ৪টার সময় উপজেলার নাভারণ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের নলডুবী খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত পরশ হোসেন নাভারণ বেলের মাঠ গ্রামের মহসিন আলমের ছেলে এবং সৈকত হোসেন একই এলাকার সাগর হোসেনের ছেলে। নিহত সৈকত হোসেনের পিতা সাগর হোসেন জানান, বেলা ১২ টার দিকে দুই ভাই গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়।
বিকাল ৩টা বাজার পরও তারা বাসায় না আসলে চারিদিকে খুঁজাখুঁজি করতে থাকি। বিকাল ৪টার সময় জানতে পারি নাভারণ দক্ষিণ পাড়া নলডুবী খালের পানিত তাদের মরদেহ ভাসছে। তখন তাত্ক্ষণিকভাবে ওখানে গিয়ে মরদেহ উদ্ধার করি। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় পক্ষের পরিবারের সদস্যরা থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ