শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় ছাত্রদল নেতা রানা ও শাহিন আলমকে কারণ দর্শানোর নোটিশ

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা এবং সদস্য সচিব শাহিন আলম বিপ্লবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে এ দুই নেতার বিরুদ্ধে। যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সংসদ।
এ অবস্থায় কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য তাঁদেরকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সামনে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম, যিনি এ সংক্রান্ত বার্তা গণমাধ্যমে পাঠিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ