শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আরো খবর

আলমগীর হোসেন আলম, ঝিকরগাছা : ২৪’র গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বাস স্ট্যান্ড ব্রীজ সংলগ্নে গণসমাবেশের প্রধান অতিথি ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। জামায়াতে ইসলামী এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এদেশে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এসময় তিনি সকল নেতাকর্মীরদের উদ্দেশ্য আগামীর নির্বাচনে সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচনে বিজয় আনতে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এসময় উপজেলা আমীর মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুল হামিদ, জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক সহ মনিরুজ্জামান সুমন, জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন স্থান থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ