ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রোববার আলোচনা সভা র্যালি ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুল হক। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষি।
এ সময় আরো বক্তব্য রাখেন, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান,নির্বাস খোলা ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান, ও হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। সভায় উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জী, গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পিকুল, এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এমপি নাসির উদ্দিন সরকারের উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্ন করেন ।

