ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাই সৈয়দ আলীর হামলায় বোন ও বোনজামাই গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বাবা-মাতাও রয়েছেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আবু হেনা (৩৪) জানান, তার মামা মোঃ সৈয়দ আলী (৪০), পুলিশ বাহিনীতে ঝিনাইদহের হরিনাকুন্ড ফাঁড়িতে কর্মরত, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়ে বিরোধে লিপ্ত ছিলেন। ৮ নভেম্বর (শনিবার) দুপুরে নানীর গলায় ফাঁস নেওয়ার খবর পেয়ে তার মা ও বাবা নানার বাড়িতে গেলে সৈয়দ আলী অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। মাতা মোছাঃ মাফুজা বেগম (৪৮) বাধা দিলে তিনি মাতার চুল ধরে মারধর শুরু করেন। পিতাকে বাধা দিতে গেলে তাকে ও মারধর করা হয়। পিতার মাথা ফেটে গেলে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত সৈয়দ আলী বলেন, “চাকরীর কারণে বাড়ির বাইরে থাকি। ঘটনার দিন মায়ের গলায় ফাঁস নেওয়ার খবর শুনে বাড়ি আসি। তখন আমার বোন ও বোনজামাই আমার ওপর হামলা চালায়। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।”
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, “উভয় পক্ষের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

