শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় প্রাইভেট নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা চালক নিহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় শতবর্ষী গাছে সাথে ধাক্কায় চালক ইফতেখার আল মামুন তুষার নামে একজন নিহত হয়েছেন এবং শাহাজাদা নামে একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) ভোরে ঝিকরগাছা উপজেলার নবীননগর মোল্লা পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার আল মামুন তুষার যশোর চাঁচড়া রেলগেট তেঁতুলতলার মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। আহত সাহাজাদা একই এলাকার রেলগেট পশ্চিমপাড়ার মৃত লুৎফার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বেনাপোল থেকে ঢাকা মেট্রো-গ-১৯-৬৭১৩ নাম্বারের প্রাইভেট কারটি যশোরের দিকে যাচ্ছিলো। পথে মধ্যে নবীন নগর পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক তুষার। গুরুতর আহত অবস্থায় সাহাজাদাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস মারফাত জানা যায়, দুর্ঘটনার পরে ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নবীন নগরে খাদে পড়ে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বশেষ